Correct Answer: Option D
সুকান্ত ভট্টাচার্য
- জন্ম: ১৫ আগস্ট ১৯২৬ (৩০ শ্রাবণ ১৩৩৩) কলকাতার কালীঘাটে।
- মৃত্যু: ১৯৪৭ সালের ১৪ মে (২৯ বৈশাখ ১৩৫৪) মাত্র ২১ বছর বয়সে যক্ষ্মায় আক্রান্ত হয়ে যাদবপুর টিবি হাসপাতালে মারা যান।
- পৈতৃক নিবাস: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার উনশিয়া গ্রামে। বাংলা সাহিত্যের মার্কসবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ কবি।
- উপাধি: কিশোর কবি।
- দৈনিক স্বাধীনতার (১৯৪৫) ‘কিশোর সভা’ অংশের প্রতিষ্ঠাতা ও আজীবন সম্পাদক। সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থ ছাড়পত্র (১৯৪৭), গীতিগুচ্ছ, ঘুম নেই , অভিযান, পূর্বাভাস, মিঠেকড়া, হরতাল (১৯৬২)
- কবিতা: রানার
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions