'সোসাইটি ফর দি একুইজিশন অব জেনারেল নলেজ' কত সালে প্রতিষ্ঠিত হয়?

A ১৮২৮

B ১৮৩০

C ১৮৩৫

D ১৮৩৮

Solution

Correct Answer: Option D

'সোসাইটি ফর দি একুইজিশন অব জেনারেল নলেজ' ইয়ং বেঙ্গল প্রতিষ্ঠিত একটি সংগঠন যা ১৮৩৮ সালে প্রতিষ্ঠিত হয়। তারাচাঁদ চক্রবর্তী ছিলেন এ সোসাইটির সভাপতি এবং প্যারীচাঁদ মিত্র ও রামতনু লাহিড়ী ছিলেন এর সম্পাদক।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions