Solution
Correct Answer: Option B
'দেশিকোত্তম' উপাধিপ্রাপ্ত সাহিত্যিক অন্নদাশঙ্কর রায়। বিশ্বভারতী থেকে তাঁকে এই উপাধি দেয়া হয়। তাঁর রচিত উল্লেখযোগ্য সাহিত্যকর্ম- তারুণ্য, আমরা, জীবনশিল্পী, একহারা, জীয়ন কাঠি, প্রত্যয়, আদ্গুনিকতা ইত্যাদি। তাঁর রচিত আত্মজীবনী- বিনুর বই।