Solution
Correct Answer: Option A
কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধগ্রন্থ ‘রাজবন্দীর
জবানবন্দী (০৭/০১/১৯২৩)। এটি তিনি জেলে বসে রচনা
করেন। 'ধূমকেতু' পত্রিকায় 'আনন্দময়ীর আগমনে' কবিতা
প্রকাশিত হলে তা নিষিদ্ধ হয় এবং নজরুলকে গ্রেফতার করা
হয়। হুগলী জেলে বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে নজরুল
অনির্দিষ্ট কালের জন্য অনশন শুরু করেন। এ অবস্থায়
নজরুলকে রবীন্দ্রনাথ টেলিগ্রাম পাঠান- 'Give up hunger
strike, our literature claims you'. কিন্তু ঠিকানা না
থাকায় জেল কর্তৃপক্ষ সে চিঠি রবীন্দ্রনাথের নিকট ফেরত
পাঠায়। এ সময়ে রবীন্দ্রনাথ তাঁর ‘বসন্ত' নাটকটি
নজরুলকে উৎসর্গ করেন। কুমিল্লার বিরজাসুন্দরী দেবীর
তিনি ৩৯ দিন পর অনশন ভঙ্গ করেন। জেলে
থাকা অবস্থায় কর্তৃপক্ষ তাঁর বক্তব্য জানতে চাইলে তিনি তা
। মাত্র ৪ পৃষ্ঠায় লিখিতভাবে আদালতে উপস্থাপন করেন,
এটাকেই বলা হয় ‘রাজবন্দীর জবানবন্দী'। এ প্রবন্ধে তিনি
নিজেকে ‘বিদ্রোহী কবি হিসেবে উল্লেখ করেন।