Solution
Correct Answer: Option A
নবীনচন্দ্র সেন রচিত ত্রয়ী মহাকাব্য- রৈবতক (১৮৮৭), কুরুক্ষেত্র (১৮৯৩), ও প্রভাস (১৮৯৬)। কাব্য তিনটির নায়ক কৃষ্ণ। রৈবতককে কৃষ্ণের আদি, কুরুক্ষেত্রে মধ্য ও প্রভাসে অন্তলীলার কাহিনী বর্ণিত হয়েছে। তাঁর রচিত অপর মহাকাব্য- পলাশির যুদ্ধ (১৮৭৫)।