ইন্টারন্যাশনাল ল্যান্ড কোয়ালিশনে আজীবন স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশির নাম কি?
A ড আনিসুজ্জামান
B শামসুল হুদা
C ফজলে হাসান আবেদ
D ড মুহম্মদ ইউনুস
Solution
Correct Answer: Option B
ভূমি অধিকার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ইন্টারন্যাশনাল ল্যান্ড কোয়ালিশনের (আইএলসি) আজীবন স্বীকৃতি পেলেন বাংলাদেশের বেসরকারি সংগঠন অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম ইন বাংলাদেশের (এএলআরডি) নির্বাহী পরিচালক শামসুল হুদা। ২৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার বান্দুং শহরের ঐতিহাসিক জেনডুং মারদেকা জাদুঘর মিলনায়তনে আইএলসি আয়োজিত গ্লোবাল ল্যান্ড ফোরাম ২০১৮-এর উদ্বোধনী অনুষ্ঠান হয়। সেখানেই এএলআরডির শামসুল হুদাসহ এশিয়ার চারজন বিশিষ্ট ব্যক্তিকে আইএলসি এশিয়া লাইফটামইম রিকগনিশন অন ল্যান্ড রাইটস পুরস্কারে ভূষিত করা হয়।