মন্ট্রিল প্রোটোকল ১৯৮৭ মূলত কী বিষয়ে?
A গ্রিন হাউস গ্যাস হ্রাসকরণ
B ওজন স্তর রক্ষা
C বাইলোজিক্যাল ডাইভার্সিটি
D পরিবেশ রক্ষা
Solution
Correct Answer: Option B
- মন্ট্রিল প্রোটোকল ১৯৮৭ একটি আন্তর্জাতিক চুক্তি, যা পৃথিবীর ওজন স্তরকে (Ozone Layer) রক্ষা করার জন্য করা হয়েছিল।
- এই চুক্তির মূল লক্ষ্য ছিল ওজন স্তর ক্ষয়কারী সিএফসি (CFCs) গ্যাস সহ বিভিন্ন রাসায়নিক দ্রব্যের উৎপাদন ও ব্যবহার বন্ধ করা।
- চুক্তিটি স্বাক্ষরিত হয় ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর এবং এটি কার্যকর করা হয় ১ জানুয়ারি, ১৯৮৯ সাল থেকে।
- বাংলাদেশ এই গুরুত্বপূর্ণ পরিবেশবাদী চুক্তিটি অনুমােদন করে ১৯৯০ সালে।
- ওজন স্তর সূর্য থেকে আসা ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করে, তাই এই চুক্তিটি পরিবেশ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।