বাগধারা যুগলের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থক?
A অমাবস্যার চাঁদ, আকাশ কুসুম
B বক ধার্মিক, বিড়াল তপস্বী
C দুই কাতলা, কেউকেটা
D বক ধার্মিক, ভিজে বিড়াল
Solution
Correct Answer: Option B
- বাগধারা: কোনো শব্দ বা শব্দ-সমষ্টি বাক্যে ব্যবহৃত হয়ে অর্থের দিক দিয়ে যখন বৈশিষ্ট্যপূর্ণ হয়ে ওঠে, তখন সে সকল শব্দ বা শব্দ-সমষ্টিকে বাগধারা বা বিশিষ্টার্থক শব্দগুচ্ছ বলে। বাগধারা আক্ষরিক অর্থ ছাপিয়ে বিশেষ কোনো অর্থের দ্যোতনা সৃষ্টি করে।
- সমার্থক বাগধারা: যখন দুটি ভিন্ন বাগধারা একই বা প্রায় অভিন্ন অর্থ প্রকাশ করে, তখন তাদের সমার্থক বাগধারা বলা হয়।
• সঠিক উত্তরের ব্যাখ্যা:
প্রশ্নটিতে জানতে চাওয়া হয়েছে কোন জোড়াটি সর্বাধিক সমার্থক। এখানে 'বক ধার্মিক' বাগধারাটির অর্থ হলো ভণ্ড সাধু বা যে ব্যক্তি ধার্মিকতার ভান করে কিন্তু আসলে অধার্মিক। অন্যদিকে, 'বিড়াল তপস্বী' বাগধারাটির অর্থও হুবহু এক, অর্থাৎ ভণ্ড সাধু বা কপটচারী। যেহেতু উভয় বাগধারাই একই অর্থ (ভণ্ডামি) প্রকাশ করছে, তাই এই জোড়াটিই সর্বাধিক সমার্থক।
• ভুল অপশনগুলোর ব্যাখ্যা:
- অমাবস্যার চাঁদ, আকাশ কুসুম: 'অমাবস্যার চাঁদ' অর্থ দুর্লভ বস্তু বা যা সচরাচর দেখা যায় না। অন্যদিকে 'আকাশ কুসুম' অর্থ অসম্ভব কল্পনা। এদের অর্থ সম্পূর্ণ ভিন্ন।
- রুই কাতলা, কেউকেটা: 'রুই কাতলা' অর্থ ক্ষমতাশালী বা নেুস্থানীয় ব্যক্তি। অন্যদিকে 'কেউকেটা' অর্থ সামান্য বা নগণ্য ব্যক্তি (অনেক সময় নেতিবাচক বা তুচ্ছার্থে ব্যবহৃত হয়, আবার কখনো 'গণ্যমান্য' অর্থেও বসে, তবে 'রুই কাতলা'র সাথে এর অর্থের পার্থক্য প্রবল)। তাই এটি সঠিক জোড়া নয়।
- বক ধার্মিক, ভিজে বিড়াল: 'বক ধার্মিক' অর্থ ভণ্ড সাধু। কিন্তু 'ভিজে বিড়াল' অর্থ কপটচারী বা যে দেখতে খুব নিরীহ কিন্তু আসলে শয়তান। যদিও দুটিই নেতিবাচক এবং ভণ্ডামি নির্দেশ করে, তবুও 'বক ধার্মিক' এবং 'বিড়াল তপস্বী'-এর মতো এদের অর্থ হুবহু এক নয়। 'বিড়াল তপস্বী' সরাসরি ধর্ম বা সাধুতার ভান করার সাথে যুক্ত, যা বক ধার্মিকের সমার্থক।