কোন বানানটি শুদ্ধ?

A নীরীক্ষন

B নীরিক্ষণ

C নিরিক্ষণ

D নিরীক্ষণ

Solution

Correct Answer: Option D

- নিরীক্ষণ শব্দটির সন্ধিবিচ্ছেদ হলো: নির্ + ঈক্ষণ = নিরীক্ষণ।
- তৎসম বা সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুযায়ী, 'নির্' উপসর্গের পর 'ঈক্ষণ' শব্দটি যুক্ত হলে র-এ দীর্ঘ-ঈ কার (ী) হয়। এবং 'ঈক্ষণ' শব্দের বানান যেহেতু সবসময় দীর্ঘ-ঈ কার (ী) এবং মূর্ধন্য-ণ দিয়ে হয়, তাই যুক্ত হবার পর পূর্ণ শব্দটি হবে নিরীক্ষণ
- এর অর্থ হলো বিশেষভাবে দেখা বা পর্যবেক্ষণ করা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions