Solution
Correct Answer: Option A
- বাগযন্ত্র বা বাকপ্রতঙ্গ দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে।
- ভাষা ভাবের বাহন।
- প্রতিটি ভাষারই তিনটি মৌলিক অংশ থাকে। এগুলো হলো— ১. ধ্বনি (Sound), ২. শব্দ (Word) ও ৩. বাক্য (Sentence)। তবে ভাষার আলোচ্য বিষয় বা উপাদান হলো ৪টি— ধ্বনি, শব্দ, বাক্য ও অর্থ।
• উদাহরণ:
- আমরা যখন ‘আম’ বলি তখন ‘আ+ম’— দুটি ধ্বনির মিলন ঘটে। এই ধ্বনিসমষ্টি মিলে যখন অর্থবোধক ‘আম’ তৈরি হয়, তখন তা হয় ‘শব্দ’। আবার ‘আমি আম খাব’ বললে সেটি হয় একটি পূর্ণাঙ্গ ‘বাক্য’। তাই ধ্বনি, শব্দ ও বাক্য ছাড়া ভাষা গঠিত হতে পারে না।