কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন ছন্দে লিখিত?

A অক্ষরবৃত্ত ছন্দ

B গদ্য ছন্দ

C মাত্রাবৃত্ত ছন্দ

D সরবৃত্ত ছন্দ

Solution

Correct Answer: Option C

বিদ্রোহী কবিতাটির ছন্দ বিশ্লেষণ করলে দেখা যায়, এটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। বাংলা ছন্দের ইতিহাসে এটি একটি যুগান্তকারী সৃষ্টি।

‘বিদ্রোহী’ কবিতাটির মূল পর্ব ৬ মাত্রার। কোথাও কোথাও মুক্তক বা সনেটধর্মী গড়ন থাকলেও এর মূল ভিত্তি মাত্রাবৃত্তের ৬ মাত্রার চালে বাঁধা। কবিতাটিতে নজরুল প্রচলিত মাত্রাবৃত্তের কাঠামোর ভেতরেই এক অসামান্য গতি ও ধ্বনিঝঙ্কার সৃষ্টি করেছেন। কবিতাটি ২২ ডিসেম্বর ১৯২১ সালে রচিত হয় এবং ১৯২২ সালে প্রকাশিত ‘অগ্নি-বীণা’ কাব্যগ্রন্থে সংকলিত হয়।

- কাজী নজরুল ইসলামকে ‘বিদ্রোহী কবি’ বলা হয়।
- তাঁর কবিতার মূল সুর হলো অন্যায় ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদ।
- ‘বিদ্রোহী’ কবিতাটি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রোমান্টিক ও বিপ্লবী কবিতা হিসেবে স্বীকৃত।
- মাত্রাবৃত্ত ছন্দকে ধ্বনিপ্রধান ছন্দও বলা হয়, যা আবৃত্তির জন্য অত্যন্ত উপযোগী। এই ছন্দে প্রতিটি শব্দ ও ধ্বনির পূর্ণ মাত্রা গণনা করা হয়।

কাজী নজরুল ইসলাম রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- অগ্নি-বীণা (১৯২২)
- দোলন-চাঁপা (১৯২৩)
- বিষের বাঁশি (১৯২৪)
- ভাঙার গান (১৯২৪)
- ছায়ানট (১৯২৫)
- পূবের হাওয়া (১৯২৫)
- চক্রবাক (১৯২৯)
- সিন্ধু-হিল্লোল (১৯২৭)
- জিঞ্জির (১৯২৮)
- সন্ধ্যা (১৯২৯)
- প্রলয়-শিখা (১৯৩০)
- সর্বহারা (১৯২৬)
- ফনি-মনসা (১৯২৭) ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions