Solution
Correct Answer: Option C
‘অরণ্যে রোদন’ বাগধারাটির আক্ষরিক অর্থ বনে বসে কান্না করা। তবে আলঙ্কারিক অর্থে এটি দ্বারা ‘নিষ্ফল আবেদন’ বা ‘বৃথা চেষ্টা’ বোঝানো হয়।
ইংরেজিতে এর সমার্থক বাগধারা হলো Cry in the wilderness। বাইবেলের একটি প্রসঙ্গ থেকে এই প্রবচনটির উৎপত্তি, যার অর্থ এমন কোনো সতর্কবাণী বা উপদেশ যা কেউ শোনে না বা গ্রাহ্য করে না।
• ‘অরণ্যে রোদন’ বাগধারাটির গুরুত্বপূর্ণ ব্যবহার:
- কৃপণের কাছে টাকার জন্য আবেদন করা আর অরণ্যে রোদন করা একই কথা।
- নির্দয় ব্যক্তির কাছে দয়া ভিক্ষা করা অরণ্যে রোদন মাত্র।
• একই অর্থবোধক (নিষ্ফল আবেদন) অন্যান্য বাংলা বাগধারা:
- উলুবনে মুক্তা ছড়ানো (Pearls before swine)
- ভস্মে ঘি ঢালা
- বাঁঝা স্ট্রীর পুত্রশোক
• গুরুত্বপূর্ণ ইংরেজি বাগধারা ও বাংলা অর্থ:
- Black sheep - কুলাঙ্গার
- Blue blood - আভিজাত্য
- Cats and dogs - মুষলধারে
- Crocodile tears - মায়াকান্না
- Gala day - উৎসবের দিন