Which period is known as the 'golden age' of English literature
Solution
Correct Answer: Option C
- ইংরেজি সাহিত্যের ইতিহাসে এলিজাবেথান যুগকে (Elizabethan Age) স্বর্ণযুগ বা 'Golden Age' বলা হয়।
- এই যুগটি রানী প্রথম এলিজাবেথের শাসনামল (১৫৫৮-১৬০৩) পর্যন্ত বিস্তৃত ছিল।
- এই সময়ে ইংরেজি সাহিত্য, বিশেষ করে নাটক ও কবিতার অভাবনীয় বিকাশ ঘটেছিল।
- বিশ্বখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়র (William Shakespeare), ক্রিস্টোফার মার্লো (Christopher Marlowe) এবং এডমন্ড স্পেন্সারের মতো সাহিত্যিকরা এই যুগেই তাদের কালজয়ী সৃষ্টি রচনা করেছেন।
- এই যুগে রেঁনেসা বা নবজাগরণের প্রভাবে শিল্প, সংস্কৃতি এবং জাতীয়তাবাদের অসামান্য উন্নতি সাধিত হয়েছিল।
- সাহিত্যের উৎকর্ষ এবং সমৃদ্ধির কারণেই এই যুগকে ইংরেজি সাহিত্যের ইতিহাসে শ্রেষ্ঠ সময় হিসেবে গণ্য করা হয়।