Who wrote the novel. "the god of small things"
Solution
Correct Answer: Option C
- বিখ্যাত উপন্যাস 'দ্য গড অফ স্মল থিংস' (The God of Small Things)-এর রচয়িতা হলেন অরুন্ধতী রায় (Arundhati Roy)।
- এটি ছিল তাঁর লেখা প্রথম উপন্যাস।
- বইটি ১৯৯৭ সালে প্রকাশিত হয়।
- এই উপন্যাসের গল্পটি ভারতের কেরালার একটি পরিবারের কাহিনীকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে।
- এই অসাধারণ সৃষ্টির জন্য অরুন্ধতী রায় ১৯৯৭ সালে ম্যান বুকার পুরস্কার (Booker Prize) লাভ করেন।