"To err is human, forgive divine", is a line of a poem by.
A Pope
B Shelley
C Milton
D Shakespeare
Solution
Correct Answer: Option A
- "To err is human, to forgive divine"- লাইনটি ইংরেজি সাহিত্যের বিখ্যাত কবি আলেকজান্ডার পোপ (Alexander Pope)-এর লেখা।
- এটি তাঁর লেখা "An Essay on Criticism" নামক কবিতার একটি বিখ্যাত উক্তি যা ১৭১১ সালে প্রকাশিত হয়েছিল।
- এই প্রবাদটির অর্থ হলো, ভুল করা মানুষের স্বভাবজাত ধর্ম, কিন্তু ক্ষমা করা একটি স্বর্গীয় বা মহৎ গুণ।
- আলেকজান্ডার পোপকে অগাস্টান যুগের (Augustan Age) বা নিও-ক্লাসিক্যাল যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি ও ব্যঙ্গরচয়িতা হিসেবে গণ্য করা হয়।
- তাঁর লেখা আরও কিছু বিখ্যাত সাহিত্যকর্ম হলো- "The Rape of the Lock", "The Dunciad" এবং হোমারের ‘Iliad’ ও ‘Odyssey’-এর অনুবাদ।