যদি একটি সংখ্যার ৫/১৫ এর সাথে ১০ যোগ করলে ২৮ হয় তাহলে সংখ্যাটি কত?

A ৫৬

B ৬০

C ৫৪

D ৩৬

Solution

Correct Answer: Option C

এ ধরনের প্রশ্ন শেষের দিক থেকে হিসেব করা সবথেকে সহজ।শেষে ১০ যোগ করার পর যদি ২৮ হয় তাহলে ১০ যোগ করার আগে অবশ্যই ১৮ ছিল।
আবার যেহেতু সংখ্যাটির ৫/১৫ বা তিন ভাগ এর মান ১৮।
তাহলে মূল সংখ্যাটি হবে ১৮ ×(১৫/৫)=৫৪

[সমীকরণ সাজাতে চাইলে  (৫x/১৫)+১০=২৮]

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions