যদি একটি সংখ্যার ৫/১৫ এর সাথে ১০ যোগ করলে ২৮ হয় তাহলে সংখ্যাটি কত?
Solution
Correct Answer: Option C
এ ধরনের প্রশ্ন শেষের দিক থেকে হিসেব করা সবথেকে সহজ।শেষে ১০ যোগ করার পর যদি ২৮ হয় তাহলে ১০ যোগ করার আগে অবশ্যই ১৮ ছিল।
আবার যেহেতু সংখ্যাটির ৫/১৫ বা তিন ভাগ এর মান ১৮।
তাহলে মূল সংখ্যাটি হবে ১৮ ×(১৫/৫)=৫৪
[সমীকরণ সাজাতে চাইলে (৫x/১৫)+১০=২৮]