রায়পিথোরা সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম। এছাড়াও তিনি 'সত্যপীর' ছদ্মনামেও পরিচিত। তিনি আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম ঔপন্যাসিক, ছোটগল্পকার, অনুবাদক ও রম্যরচয়িতা।
তাঁর রচিত উপন্যাস:
- অবিশ্বাস্য (১৯৫৪),
- শবনম (১৯৬০),
- শহর-ইয়ার (১৯৬৯)।
ছোটগল্প:
- চাচা কাহিনী (১৯৫২),
- টুনি মেম (১৯৬৪),
- পঞ্চতন্ত্র (১৯৫২),
- ময়ূরকন্ঠী (১৯৫৭) ইত্যাদি।
ভ্রমণকাহিনী:
- দেশে বিদেশে (১৯৪৯),
- জলে ডাঙ্গায় (১৯৬০) ইত্যাদি।