যতীন্দ্রনাথ সেনগুপ্ত তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ 'স্মৃতিকথা' বিপ্রতীপ গুপ্ত ছদ্মনামে লেখেন যা মাসিক বসুমতী পত্রিকায় প্রকাশিত হয়।
তাঁর রচিত কাব্য:
- অনুপূর্বা(১৯৪৬),
- মরুমায়া (১৯৩০),
- সায়ম (১৯৪০),
- ত্রিযামা (১৯৪৮),
- কাব্য পরিমিতি(১৯৩১),
- মরীচিকা (১৯২৩),
- মরুশিখা (১৯২৭),
- নিশান্তিকা (১৯৫৭) ইত্যাদি।