আধুনিক নৃত্যনাট্যের জনক কে?

A গেরাসিম লেফেদফ

B কায়কোবাদ

C রবীন্দ্রনাথ ঠাকুর

D বিজন ভট্টাচার্য

Solution

Correct Answer: Option C

নৃত্যনাট্য হলো মূলত গীতিনির্ভর নাট্যধর্মী নৃত্য। নানা কাহিনী অবলম্বনে এ নৃত্য নির্মিত হয়। প্রাচীন বাংলার ইতিহাসে গীতবাদ্য সংবলিত নৃত্যচর্চার উল্লেখ আছে, আধুনিক পরিভাষায় যাকে বলা যায় নৃত্যনাট্য। আধুনিক নৃত্যনাট্যের জনক রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর রচিত নৃত্যনাট্য- নটীর পূজা (১৯২৬), চণ্ডালিকা (১৯৩৩), শ্যামা (১৯৩৯)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions