একজন বাংলাভাষী শিশুর প্রাথমিক শিক্ষায় প্রথম ধাপ কী?
A বাংলা ও গণিতের স্বাক্ষরতা
B বাংলা ও ইংরেজিতে দক্ষতা
C বাংলা ও আরবিতে দক্ষতা
D স্বাক্ষরতা
Solution
Correct Answer: Option D
- শিক্ষার মূল ভিত্তি এবং প্রথম ধাপই হলো স্বাক্ষরতা বা অক্ষরজ্ঞান।
- একজন বাংলাভাষী শিশুর প্রাথমিক শিক্ষার শুরুতেই তাকে নিজের বর্ণমালা বা অক্ষর চিনতে শেখানো হয়।
- স্বাক্ষরতা অর্জনের মাধ্যমেই শিশু পরবর্তীতে বাংলা, গণিত বা অন্য যেকোনো বিষয় শেখার যোগ্যতা অর্জন করে।
- অপশনগুলোর মধ্যে শুধু বাংলা বা গণিত নির্দিষ্ট করার আগে, সার্বিকভাবে পড়তে ও লিখতে পারার ক্ষমতা বা স্বাক্ষরতাকে প্রথম ধাপ হিসেবে বিবেচনা করা হয়।
- প্রাথমিক শিক্ষার লক্ষ্য হলো শিশুকে মৌলিক ভাষাগত দক্ষতা এবং সংখ্যাগত ধারণা দেওয়া, যার শুরুটা হয় অক্ষরজ্ঞানের মাধ্যমে।