নিচের কোন রেখাটি বাংলাদেশের মধ্য দিয়ে গিয়েছে?

A কর্কট ক্রান্তি রেখা

B মকর ক্রান্তি রেখা

C সুমেরু বৃত্ত

D বিষুব রেখা

Solution

Correct Answer: Option A

- কর্কট ক্রান্তি রেখা (Tropic of Cancer) বাংলাদেশের ঠিক মধ্যবর্তী স্থান দিয়ে অতিক্রম করেছে।
- এই কাল্পনিক রেখাটি ২৩.৫° উত্তর অক্ষাংশ নামেও পরিচিত।
- এটি বাংলাদেশের চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী, ফরিদপুর, ঢাকা, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি -এই ১১টি জেলার ওপর দিয়ে অতিক্রম করেছে।
- কর্কট ক্রান্তি রেখা বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও জলবায়ু নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- বিষুব রেখা বা নিরক্ষরেখা থেকে ২৩.৫° উত্তরে অবস্থিত হওয়ায় বাংলাদেশের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions