Solution
Correct Answer: Option A
- শ্রেণিকক্ষে পাঠদানের পূর্বে কীভাবে পড়াতে হবে তার একটি পূর্ব-প্রস্তুতি দরকার হয়, একেই বলা হয় পাঠ পরিকল্পনা।
- শিক্ষাদানের সমস্ত প্রক্রিয়াটিকে সুশৃঙ্খল এবং ফলপ্রসূ করার জন্য এটিই হলো প্রথম এবং আবশ্যিক ধাপ।
- পাঠ পরিকল্পনার মাধ্যমে শিক্ষক নির্ধারণ করেন যে তিনি কী শেখাবেন, কীভাবে শেখাবেন এবং কতটুকু সময়ের মধ্যে সম্পন্ন করবেন।
- প্রশ্নোত্তর বা মূল্যায়ন হলো পাঠদানের পরবর্তী ধাপ, কিন্তু পাঠ পরিকল্পনা হলো সেই ভিত্তি যার ওপর দাঁড়িয়ে পুরো ক্লাসটি পরিচালিত হয়।