Solution
Correct Answer: Option D
দেওয়া আছে,
f(x) = x3 - 2x + 10
এখন, x এর পরিবর্তে 0 বসিয়ে পাই,
f(0) = (0)3 - 2(0) + 10
বা, f(0) = 0 - 0 + 10
$\therefore$ f(0) = 10
সুতরাং, নির্ণেয় মান 10
শর্টকাট নিয়ম:
বহুপদী রাশিতে যদি ধ্রুবপদ ছাড়া সব পদে x থাকে এবং x = 0 এর মান নির্ণয় করতে বলা হয়, তবে উত্তর হবে সরাসরি ওই ধ্রুবপদটি (Constant term)।
এখানে ধ্রুবপদ হলো 10। তাই উত্তর 10।