দুইটি সংখ্যার অনুপাত ৫:৮। প্রতিটি সংখ্যার সাথে ১৫ যোগ করলে এদের অনুপাত হয় ১০:১৩। সংখ্যাদ্বয়ের যোগফল কত?
Solution
Correct Answer: Option C
ধরি, সংখ্যা দুটি = ৫x এবং ৮x
প্রশ্নমতে, ৫x + ১৫ : ৮x+ ১৫ = ১০:১৩
∴ x=৩
সুতরাং সংখ্যা দুটির যোগফল
= ৫x+৮x
= ১৩x
= ১৩×৩
= ৩৯