কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস?

A যুগলাঙ্গরীয়

B সাম্য

C কৃষ্ণচরিত

D লোকরহস্য

Solution

Correct Answer: Option A

'যুগলাঙ্গরীয়' বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস যা ১৮৭৪ সালে প্রকাশিত হয়।
- সাম্য, কৃষ্ণচরিত, লোকরহস্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রবন্ধ।

তাঁর রচিত অন্যান্য উপন্যাস
- দুর্গেশনন্দিনী,
- কপালকুন্ডলা,
- মৃণালিনী,
- ইন্দিরা,
- চন্দ্রশেখর,
- রজনী,
- রাধারাণী ,
- রাজসিংহ,
- আনন্দমঠ,
- দেবী চৌধুরাণী,
- সীতারাম ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions