একটি বৃত্তের ক্ষেত্রফল ২১% বৃদ্ধি পেলে তার ব্যসার্ধ শতকরা কত বৃদ্ধি পায়?
Solution
Correct Answer: Option C
মনে করি,
বৃত্তের ব্যসার্ধ = ১০০ একক
∴ বৃত্তের ক্ষেত্রফল = π × (১০০)2
= ১০০০০π বর্গ একক
২১% বৃদ্ধিতে ক্ষেত্রফল
= ১০০০০π × ১২১/১০০
= ১২১০০π
= π(১১০)2
∴ পরিবর্তিত ব্যাসার্ধ = ১১০ একক
∴ ব্যাসার্ধের শতকরা বৃদ্ধি
= ১১০ - ১০০
= ১০%