5x - 2 < 2x + 13 এর সমাধান সেট কোনটি?

A (  -∞, 5)

B ( - ∞, 5]

C [3, ∞)

D (3, ∞)

Solution

Correct Answer: Option A

5x - 2 < 2x + 13
বা, 5x - 2x < 13 + 2
বা, 3x < 15
বা, x < 5
x এর মান 5 এর চেয়ে ছোট যে কোন সংখ্যা হতে পারে।
কিন্তু x এর মান 5 বা 5 এর চেয়ে বড় হতে পারে না।
কারণ  এর মান 5 বা 5 এর চেয়ে বড় হলে প্রদত্ত অসমতাটি সিদ্ধ হয় না।
সুতরাং সমাধান সেট = ( - ∞, 5)

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions