দুই অংক বিশিষ্ট একটি সংখ্যা ,সংখ্যাটির অংকদ্বয়ের যোগফলের ৪ গুণ।সংখ্যাটির সাথে ২৭ যোগ করলে অংকদ্বয় স্থান পরিবর্তন করে। সংখ্যাটি কত?
Solution
Correct Answer: Option B
অপশন ধরে সমাধান করি,
এখানে অপশনগুলোর মধ্যে শুধুমাত্র খ তে দেয়া ৩৬ এর ৩+৬=৯ এবং ৩৬ হলো ৯ এর ৪ গুণ।এখন অন্যগুলো ধরে না ভেবে এটা ধরাই দ্বিতীয় শর্ত মিলিয়ে নেই। ৩৬ এর সাথে ২৭ যোগ করলে ৬৩ হয় যাতে সংখ্যাটির অংকদ্বয় স্থান বিনিময় করে।তাই উত্তর ৩৬।