একটি পন্যের উপর একসাথে ৪০% ছাড় এবং ২০% করে দুবার ছাড়ের মধ্যে পার্থক্য কত?
Solution
Correct Answer: Option A
এখানে প্রথমবার ৪০% ছাড় অর্থ হলো ১০০ টাকার পণ্যটি ৬০ টাকায় বিক্রি করা।কিন্তু ২০% করে দুবার ছাড় দিলে ২০%+২০%=৪০% ছাড় হবে না । কারণ-
প্রথমবার ২০% ছাড় দেয়ার দাম হবে ১০০-২০=৮০ টাকা।এবং ২য় বার ২০% ছাড় দেয়ার অর্থ হলো এই ৮০ টাকা থেকে ২০% ছাড় দেয়া।তাহলে ২য় বার ছাড়ের পরিমাণ হবে ৮০ এর ২০%=৮০×(২০/১০০)=১৬
তাই ২ বারে মোট ছাড়ের পরিমাণ দাড়ালো ২০+১৬=৩৬
তাহলে একবারে ৪০% ছাড় এবং ২০% করে দুবার ছাড় দেয়ার মধ্যে পার্থক্য হলো ৪০-৩৬ =৪%