একটি শ্রেণীকক্ষে ৫টি দরজা আছে।কতভাবে একজন শিক্ষক এক দরজা দিয়ে ঢুকে অন্য দরজা দিয়ে বের হতে পারেন?
Solution
Correct Answer: Option D
এখানে যেহেতু অন্য দরজা দিয়ে বের হওয়ার কথা বলা হয়েছে তাই যে দরজা দিয়ে ঢুকবে সে দরজা দিয়ে বের হওয়া যাবে না।
অর্থাৎ ঢোকার সময় ৫টির যে কোনটি দিয়ে ঢোকা গেলেও বের হওয়ার সময় একটি অপশন কমে ৪টি হয়ে যাবে।
তাই উত্তরটি হবে ৫×৪=২০।