একটি পাত্রে ১৩টি লাল ৭টি সবুজ রঙের মার্বেল আছে।দৈবভাবে একটি মার্বেল নির্বাচন করলে তা সবুজ হওয়ার সম্ভাবনা কত?
Solution
Correct Answer: Option C
মোট মার্বেল সংখ্যা ১৩+৭=২০
সবুজ মার্বেল=৭
অতএব সবুজ রঙের মার্বেল পাওয়ার সম্ভাবনা =৭/২০=০.৩৫
[লব ও হরের সাথে ৫ দিয়ে গুণ করে হরকে ১০০ বানালে দশমিক বসানো সহজ হয় । (৭×৫)/(২০×৫) =৩৫/১০০ =০.৩৫]