একটি পাত্রে ১৩টি লাল ৭টি সবুজ রঙের মার্বেল আছে।দৈবভাবে একটি মার্বেল নির্বাচন করলে তা সবুজ হওয়ার সম্ভাবনা কত?

A  ০.৫

B    ১  

C ০.৩৫

D   ০.৬৫ 

Solution

Correct Answer: Option C

মোট মার্বেল সংখ্যা ১৩+৭=২০
সবুজ মার্বেল=৭
অতএব সবুজ রঙের মার্বেল পাওয়ার সম্ভাবনা =৭/২০=০.৩৫

[লব ও হরের সাথে ৫ দিয়ে গুণ করে হরকে ১০০ বানালে দশমিক বসানো সহজ হয় । (৭×৫)/(২০×৫) =৩৫/১০০ =০.৩৫]

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions