সামন্তরিকের দুটি সন্নিহিত কোণের একটি ১১০ ডিগ্রি হলে অপরটি কত?
Solution
Correct Answer: Option B
যেহেতু সামন্তরিক একটি চতুর্ভুজ সুতরাং এর চার কোণের সমষ্টি ৩৬০ ডিগ্রি
এবং সামন্তরিকের পাশাপাশি যে কোন দুটি কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি।
তাই একটি কোণ ১১০ ডিগ্রি হলে অপর কোণটি হবে ১৮০ - ১১০=৭০ ডিগ্রি ।