হরপ্রসাদ শাস্ত্রী বাংলা সাহিত্যে কেন বিখ্যাত?

A চৈতন্য দেবের জীবনী সাহিত্য রচনার জন্য

B শ্রীকৃষ্ণকীর্তন আবিষ্কারের জন্য

C প্রাচীনতম বাংলা সাহিত্য আবিষ্কারের জন্য

D চর্যাপদের ভাষা বাংলা তা প্রমাণের জন্য

Solution

Correct Answer: Option C

- বাংলার প্রাচীন পুঁথির খোঁজে হরপ্রসাদ শাস্ত্রী নেপাল যান এবং তৃতীয়বারের (প্রথমবার: ১৮৯৭, দ্বিতীয়বার: ১৮৯৮, তৃতীয়বার: ১৯০৭) প্রচেষ্টায় ১৯০৭ সালে নেপালের রাজদরবার (রয়েল লাইব্রেরি) থেকে 'চর্যাপদ' আবিষ্কার করেন। 
তার এ অমর কীর্তির জন্য তিনি বিখ্যাত। 

- হরপ্রসাদ শাস্ত্রী ৬ ডিসেম্বর, ১৮৫৩ খ্রিষ্টাব্দে নৈহাটি, পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন।

- আদি নিবাস- খুলনা জেলার কুমিরা গ্রামে।

- প্রকৃত নাম শরৎচন্দ্র ভট্টাচার্য। পারিবারিক পদবি- ভট্টাচার্য।

- তিনি বিএ ক্লাসে অধ্যয়নকালেই 'বঙ্গদর্শন' পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত 'ভারত মহিলা' প্রবন্ধটি রচনা করে 'হোলকার পুরস্কার' লাভ করেন।

- সংস্কৃত কলেজ থেকে তিনিই একমাত্র প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে উত্তীর্ণ (১৮৭৭) হওয়ায় তাকে 'শাস্ত্রী' উপাধি দেওয়া হয়।

- উপাধি- মহামহোপাধ্যায় (১৮৯৮), সি.আ.ই (১৯১১)। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডি.লিট (১৯২৭) উপাধিতে ভূষিত হন।

- তিনি ১৭ নভেম্বর, ১৯৩১ খ্রিষ্টাব্দে মারা যান।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions