কাজী নজরুল ইসলাম রচিত 'চিত্তনামা' কাব্যে কতটি কবিতা রয়েছে?
Solution
Correct Answer: Option B
কাজী নজরুল ইসলামের জীবনীমুলক কাব্যগ্রন্থ- চিত্তনামা।
- এটি ১৯২৫সালে প্রকাশিত হয়। এটি দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জীবনভিত্তিক কাব্য।
- এ কাব্যে মাত্র ৫টি কবিতা রয়েছেঃ অকাল-সন্ধ্যা, অর্ঘ্য, ইন্দ্ৰ-পতন, রাজ-ভিখারী, সান্ত্বনা।
- গ্রন্থটি চিত্তরঞ্জন দাশের স্ত্রী বাসন্তী দেবীকে উৎসর্গ করা হয়।