Solution
Correct Answer: Option D
'জারিগান' জসীম উদদীনের গানের সংকলন যা ১৯৬৮ সালে প্রকাশিত হয়।
তাঁর রচিত অন্যান্য গানের সংকলনঃ
- রঙ্গিলা নায়ের মাঝি, গাঙ্গের পাড়।
উপন্যাস- বোবা কাহিনী।
কাব্য- রাখালী, নক্সী কাঁথার মাঠ, বালুচর, ধানক্ষেত ইত্যাদি।
গল্পগ্রন্থ- বাঙালির হাসির গল্প।