'প্রাথমিক বাংলা ব্যাকরণ' - কার লেখা?

A মুহম্মদ আবদুল হাই

B মুহম্মদ এনামুল হক

C অনিল চন্দ্র ঘোষ

D মুনীর চৌধুরী

Solution

Correct Answer: Option A

মুহম্মদ আবদুল হাই বাংলা ভাষার প্রধানতম ধ্বনিবিজ্ঞানী, শিক্ষাবিদ ও সাহিত্যিক। শিক্ষাক্ষেত্রে অবদান রাখায় বাংলাদেশ সরকার তাঁকে ১৯৯৬ সালে বাংলাদেশের দ্বিতীয় বেসামরিক সম্মান একুশে পদক প্রদান করে। 
 
তাঁর রচিত গ্রন্থ:
- সাহিত্য ও সংস্কৃতি (১৯৫৪), 
- বিলাতে সাড়ে সাত শ' দিন (১৯৫৮), 
- তোষামোদ ও রাজনীতির ভাষা (১৯৫৯), 
- ভাষা ও সাহিত্য (১৯৬০), 
- এ ফোনেটিক এন্ড ফোনোলোজিক্যাল স্টাডি অব নেইজালস অ্যান্ড নেইজালাইজেশন ইন বেঙ্গলি (১৯৬০), 
- ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব (১৯৬৪), 
- বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (১৯৬৮) ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions