‘এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়' - এই স্মরণীয় পঙক্তি রচনা করেছেন
Solution
Correct Answer: Option D
- ‘এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়'- পঙক্তিটি হেলাল হাফিজের রচিত “নিষিদ্ধ সম্পাদকীয়” কবিতার একটি অমর লাইন।
- তাঁর রচিত অন্যান্য কবিতা
- অশ্লীল সভ্যতা,
- পাঁচটি আঙুল,
- দুঃসময়ে আমার যৌবন,
- অস্ত্র সমর্পণ,
- অগ্নুৎসব,
- বেদনা বোনের মতো,
- ইচ্ছে ছিলো,
- প্রতিমা,
- অন্যরকম সংসার,
- নিখুঁত স্ট্রাটেজি,
- আমার সকল আয়োজন ইত্যাদি উল্লেখযোগ্য।