Which of the following is not a contagious disease?
Solution
Correct Answer: Option D
- যে সকল রোগ আক্রান্ত রোগীর প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শ (যেমন- স্পর্শ, হাঁচি, কাশি বা ব্যবহৃত জিনিসপত্র) দ্বারা সুস্থ মানুষের দেহে ছড়ায়, তাকে ছোঁয়াচে রোগ (Contagious Disease) বলে।
- অন্যদিকে, যে সকল রোগ বিভিন্ন মাধ্যম দ্বারা (যেমন- বায়ু, পানি, খাদ্য বা ভেক্টর) একজন থেকে অন্যজনে ছড়ায় তাকে সংক্রামক রোগ (Infectious Disease) বলে।
- সকল ছোঁয়াচে রোগই সংক্রামক, কিন্তু সকল সংক্রামক রোগ ছোঁয়াচে নয়।
- অপশনগুলোর মধ্যে স্মলপক্স (গুটিবসন্ত), মাম্পস এবং যক্ষ্মা (Tuberculosis) বাতাসের মাধ্যমে বা রোগীর সংস্পর্শে ছড়ায়, তাই এগুলো Contagious Disease।
- কিন্তু টাইফয়েড (Typhoid) মূলত দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায়, এটি সরাসরি স্পর্শের মাধ্যমে ছড়ায় না।
- তাই চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় টাইফয়েড একটি সংক্রামক (Infectious) রোগ হলেও এটি প্রথাগত অর্থে ছোঁয়াচে (Contagious) রোগ নয়।