যেসব পদে লগ্নক থাকে না সেগুলোকে বলা হয়- 

A অপলগ্নক 

B সলগ্নক 

C অলগ্নক 

D কুলগ্নক 

Solution

Correct Answer: Option C

শব্দ পদে পরিণত হওয়ার সময়ে তার সাথে কিছু শব্দাংশ যুক্ত হয়, যেগুলোকে লগ্নক বলে। লগ্নক চার প্রকার। যথা-
- বিভক্তি,
- নির্দেশক,
- বচন,
- বলক।


• বাক্যে যেসব পদে লগ্নক থাকে সেগুলোকে সলগ্নক পদ।
• যেসব পদে লগ্নক থাকে না সেগুলোকে অলগ্নক পদ বলে।
• যেহেতু 'ছেলেরা' শব্দটি 'ছেলে+রা' যোগে গঠিত তাই এটি সলগ্নক পদ। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions