রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহাসিক উপন্যাস কোনটি?

A কালান্তর

B তাসের দেশ

C গোরা

D রাজর্ষি

Solution

Correct Answer: Option D

রবীন্দ্রনাথ ঠাকুরের রাজর্ষি (১৮৮৭) তার ঐতিহাসিক উপন্যাস।
- তার রচিত দীর্ঘতম উপন্যাস হলো গোরা (১৯১০)।
- ঘরে বাইরে (১৯১৬) হলো রবীন্দ্রনাথের রাজনৈতিক উপন্যাস এবং চলিত ভাষায় রচিত প্রথম উপন্যাস।
- তার রচিত চোখের বালি (১৯০৩) বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions