ফোর্ট উইলিয়াম কলেজ থেকে কয়টি বাংলা পুস্তক প্রকাশিত হয়েছিল?

A ২৪ টি

B ১৮ টি

C ১৪টি

D ২০টি

Solution

Correct Answer: Option C

ফোর্ট উইলিয়াম কলেজের মোট ৮ জন লেখক (১৮০১ - ১৮১৫) ১৪টি পুস্তক রচনা করেন। তার মধ্যে সবচেয়ে বেশি গ্রন্থ রচনার কৃতিত্ব - মৃত্যঞ্জয় বিদ্যালঙ্কারের।

এখানে প্রথমটি লেখকের নাম, দ্বিতীয়টি লেখা বইয়ের নাম এর থার্ড ব্যাকেটের মধ্যে লেখার ধরন।ঃ
♦ উইলিয়াম কেরি (১৭৬১-১৮৩৪)- কথোপকথন (১৮০১)[সাধারন মানুষের সংলাপ], ইতিহাসমালা(১৮১২)[গল্প ও কাহিনিসংকল্প]
♦ রামরাম বসু (১৭৫৭-১৮১৩)- রাজা প্রতাপাদিত্যের চরিত্র(১৮০১)[জমিদার প্রতাপাদিত্যের জীবনী], লিপিমালা (১৮০২) [কাল্পনিক পত্রের সংকলন]
♦ গোলকনাথ শর্মা - হিতোপদেশ (১৮০২), সংস্কৃত হিতোপদেশের বাংলা অনুবাদ
♦ মৃত্যঞ্জয় বিদ্যালঙ্কার (১৭৬২-১৮১৯) - বত্রিশ সিংহাসন (১৮০২)[অনুদিত কাহিনীসঙ্কল্প], হিতোপদেশ (১৮০৮)[সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ], রাজাবলী(১৮০৮)[বাংলা ভাষায় লেখা প্রথম ইতিহাস গ্রন্থ], প্রবোধচন্দ্রিকা (১৮৩৩)♦ [প্রবন্ধের সমাহার গ্রন্থ], বেদান্ত চন্দ্রিকা (১৮১৭)[বেদান্ত নিয়ে আলোচনা]
♦ তারিণীচরণ মিত্র (১৭৭২-১৮৩৭) - ওরিয়েন্টাল ফেবুলিস্ট(১৮০৩)[ইংরেজি থেকে বাংলা অনুবাদ]
♦ রাজীবলোচন মুখোপাধ্যায় - মহারাজ কৃষ্ণচন্দ্র বায়স্য চরিত্র(১৮০৫)[ঐতিহাসিক জীবনী]
♦ চন্ডীচরণ মুনশী (১৭৬০-১৮০৮) – তোতা ইতিহাস(১৮০৫)[ফরাসি তুতিনামাহ এর বাংলা অনুবাদ]
♦ হরপ্রসাদ রায় - পুরুষ পরীক্ষা(১৮১৫)[সংস্কৃত পুরুষ পরীক্ষা র অনুবাদ

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions