মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস "প্রিয়যোদ্ধা প্রিয়তমা" এর রচয়িতা -
A হারুন হাবীব
B মাহাবুব সাদিক
C মাহমুদুল হক
D রাবেয়া খাতুন
Solution
Correct Answer: Option A
হারুন হাবীব (জন্মঃ ১ জানুয়ারি ১৯৪৮) একজন প্রখ্যাত সাংবাদিক ও মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য রচয়িতা। বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত লেখক। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন । তার সম্পাদিত - মুক্তিযুদ্ধের নির্বাচিত গল্প (১৯৮৫)।