শওকত ওসমান কার ছদ্মনাম?

A শেখ আজিজুর রহমান

B সত্যেন্দ্রনাথ দত্ত

C জীবনানন্দ দাশ

D দ্বিজেন্দ্রলাল রায়

Solution

Correct Answer: Option A

কথাসাহিত্যিক শওকত ওসমান পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবল সিংহপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর প্রকৃত নাম 'শেখ আজিজুর রহমান'।

 তাঁর রচিত উল্লেখযোগ্য উপন্যাসঃ
- জননী (প্রথম প্রকাশিত),
- সমাগম,
- রাজা উপাখ্যান,
- পতঙ্গ পিঞ্জর,
- চৌরসন্ধি,
- রাজসাক্ষী,
- পুরাতন খঞ্জর,
- বনি আদম ইত্যাদি।

 তাঁর রচিত গল্পগ্রন্থঃ
- ঈশ্বরের প্রতিদ্বন্দী,
- জন্ম যদি তব বঙ্গে ইত্যাদি।

তাঁর মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসঃ
- দুই সৈনিক
- জলাঙ্গী
- জাহান্নাম হইতে বিদায়

তাঁর রচিত নাটকঃ
- পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা,
- কাঁকর মণি,
- তস্কর লস্কর,
- বাগদাদের কবি ইত্যাদি।


Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions