‘ফুলের বিবাহ’ লঘুরচনাটির রচয়িতা কে?
A রবীন্দ্রনাথ ঠাকুর
B নজিবুর রহমান
C বদরুদ্দীন ওমর
D বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Solution
Correct Answer: Option D
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লঘুরচনা 'কমলাকান্তের দপ্তর' গ্রন্থের নবম সংখ্যক লেখা 'ফুলের বিবাহ'। এই রচনায় হাস্যরসের মাধ্যমে বিভিন্ন ফুলের নাম, সে ফুলগুলোর গন্ধের তারতম্য, বর্ণের রকমফের অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে তুলে ধরেছেন বঙ্কিমচন্দ্র। কখন কোন ফুল ফোটে সে পর্যবেক্ষণও এই রচনায় পাওয়া যায়।