অনুসর্গের প্রকারভেদ অনুসর্গদু'প্রকার হতে পারে ।
যেমন- ১. বিভক্তিসূচক অনুসর্গ ও ২. অনুসর্গ বা কর্মপ্রবচনীয় ।
বিভক্তিসূচক অনুসর্গঃ হতে, থেকে, চেয়ে, সাথে, চাইতে, দ্বারা, দিয়া, কর্তৃক, কারণে, জন্যে প্রভৃতি বিভক্তিসূচক অনুসর্গ ।
যেমন-
ক. আমা হতে এ কাজ হবে না সাধন ।
খ. নকলের চেয়ে আসল ভাল ।
গ. কি কারণে এখানে আসলে ।
ঘ. তোমার জন্যে আমার খুবই মায়া লাগে ।