সালমা কিংবা আলাল আজ আসবে ।এ বাক্যে কিংবা হল-
Solution
Correct Answer: Option B
যে অব্যয় দুটি পদ বা বাক্যকে পৃথক করে দেয় তাকে বিয়োজক অব্যয় বলে। যেমন_ করিম বা রহিম আগামীকাল ঢাকা যাবে। বা, অথবা, নতুবা, কিংবা, নয়ত, না হয়, নচেত ইত্যাদি বিয়োজক অব্যয়।