Solution
Correct Answer: Option D
- সিন্ধু হিন্দোল কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ।
- ১৯২৭ খৃষ্টাব্দে এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়।
- ১৯টি কবিতা নিয়ে এই কাব্যগ্রন্থ।
- দোলন-চাঁপা, সিন্ধু-হিন্দোল, চক্রবাক নজরুলের প্রেম ও প্রকৃতি নির্ভর কাব্যগ্রন্থ।