শুভলং’ ঝরণা কোন জেলায় অবস্থিত?
A রাঙামাটি
B বান্দরবন
C মোউলভীবাজার
D সিলেট
Solution
Correct Answer: Option A
- শুভলং ঝরনা বা জলপ্রপাতটি রাঙামাটি সদরের বালুখালি ইউনিয়নে অবস্থিত।
- বাকলাই জলপ্রপাত বান্দরবানের থানচিতে অবস্থিত.
- মাধবকুণ্ড ও হামহাম জলপ্রপাতদ্বয় যথাক্রমে মৌলভীবাজার জেলার বড়লেখা ও কমলগঞ্জ উপজেলায় অবস্থিত।