Solution
Correct Answer: Option C
হরিণ- শব্দের বুৎপত্তিগত অর্থ হরণ করে যে এবং এর প্রচলিত অর্থ পশু বিশেষ। এটি একটি রূঢ়ি শব্দ। প্রত্যয় বা উপসর্গযোগে গঠিত যেসব শব্দের বুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক বা প্রচলিত অর্থ আলাদা হয় তাকে রূঢ়ি শব্দ বলে। উদাহরণ- হস্তী, গবেষণা, বাঁশি, তৈল, সন্দেশ ইত্যাদি।