একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 4√2 একক হলে এর পরিসীমার অর্ধেকের এক-চতুর্থাংশের মান কত?
Solution
Correct Answer: Option D
আমরা জানি,
বর্গের কর্ণের দৈর্ঘ্য = a√2 [এখানে, a = বাহু]
⇒ 4√2 = a√2
∴ a = 4
∴ পরিসীমা = 4a = 4 × 4 = 16
পরিসীমার অর্ধেক = 16/2 = 8
অতএব, পরিসীমার অর্ধেকের এক-চতুর্থাংশের মান = 8/4 = 2 একক